মঙ্গলবার থেকে শুরু মাদ্রাসা শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, পুজোর পরেই বদলির কাউন্সেলিং

0
509

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পুজোর পর থেকেই শুরু হতে চলেছে মাদ্রাসা শিক্ষকদের বদলির কাউন্সেলিং, এমনটাই জানা গিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর সুত্রে। বেশ কিছু আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় আটকে ছিল বদলির আবেদন গ্রহণ প্রক্রিয়া। সেই জট কাটিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে অনলাইন আবেদন পত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয় ও ৩০ জুন পর্যন্ত বদলির আবেদন গ্রহণ করে মাদ্রাসা সার্ভিস কমিশন।

Madrasa commission
নিজস্ব চিত্র

মাদ্রাসা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে বদলির জন্য আবেদন করেছেন ৪ হাজার ৭০০ জন শিক্ষক। সেই সমস্ত আবেদন পত্র অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে পুজোর পরে, অক্টোবর মাস থেকেই।

অন্যদিকে, দীর্ঘ কয়েক বছর পর আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। মাদ্রাসা সার্ভিস কমিশন সুত্রে জানা গিয়েছ, প্রথম পর্যায়ে নিয়োগ করা হবে ২৮৭ জন প্রধান শিক্ষক , ১০৯ জন কর্মশিক্ষার শিক্ষক ও ৮১ জন শারীর শিক্ষার শিক্ষক।

আরও পড়ুনঃ নিট-২০২১ স্নাতকস্তরের পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

এই শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল গত জানুয়ারি মাসে। পরীক্ষার ফল প্রকাশ হয় ১১ অগাস্ট। জানা গিয়েছে আগামী ৭সেপ্টেম্বর কর্ম শিক্ষার ইন্টারভিউ, ৮ সেপ্টেম্বর শারীর শিক্ষা , ৯ সেপ্টেম্বর হাই মাদ্রাসা প্রধান শিক্ষক ও ১০ সেপ্টেম্বর জুনিয়ার হাই মাদ্রাসা প্রধান শিক্ষক পদের জন্য ইন্টারভিউ নির্ধারিত করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here