নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ
ছোটো বেলায় স্বপ্নে দেখা সেই পরির দেশ যেতে চান আপনি?দুর্গাপূজায় পরীর দেশে যেতে গেলে অবশ্যই আসতে হবে রায়গঞ্জের চৈতালী ক্লাবের পুজো মন্ডপে।শুধু পরি নয় এখানে আসলে পেঁচা দের ও দর্শন মিলবে।সাদা এক অদ্ভুত পৃথিবী দর্শন করবে দর্শকরা।সাদা তুলো, উল,রেমন্ড আর ফাইবার দিয়ে আস্ত একটি পরীর মহল তৈরি করা হয়েছে পুজো মন্ডপটিতে।
থাকবে রঙিন আলোর খেলা।মন্ডপ জুড়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ থাকছে চৈতালী ক্লাবের পুজোতে।মালদার শিল্পীর হাতে তৈরি তুলো আর উলের এই পুজো মন্ডপটিতে ফাইবারের পরী আর পেঁচার আনাগোনা। চৈতালী ক্লাবের পুজোয় প্রতিমাতে বরাবরই চমক থাকে।এবারেও তার ব্যতিক্রম হয়নি।সপরিবারে দেবী দুর্গার সাথে প্রতিমার মাধ্যমে তুলে ধরা হবে সুরাসুরের সমুদ্র মন্থনের দৃশ্য।
আরও পড়ুনঃ ইয়ং এথেলেটিক ক্লাবের পূজায় সোমনাথ মন্দির
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584