তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিগ বাজেটের পূজার অন্যতম হল কালিয়াগঞ্জ শিমুলতলা ইয়ং এথেলেটিকের পূজা।প্রতিবারের ন্যায় এবারও খামতি নেই পূজার থিমের।এবারের শিমুলতলা ইয়ং এথেলেটিক ক্লাবের পূজায় বাহুবলি সিনেমার সেই বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে মন্ডপ যা আপামর জনসাধারণকে আকৃষ্ট করবে বলেই ক্লাব সম্পাদক সুজিত সরকার জানালেন।সুজিৎবাবু জানান এবারে তাদের পূজা ২৮বছরে পা দিচ্ছে। তাদের মন্ডপে বিশ্বরূপ দর্শনে মাকে দেখা যাবে।
মন্দিরের বাইরে প্লাইউডের উপর থাকছে নিপুণ হাতের কারুকার্য আর ভেতরে থাকছে কাঁচের চুরির অসাধারন শিল্প সংস্কৃতির ছাপ।যা অতি সহজেই দর্শনার্থীদের আকৃষ্ট হতে একরকম বাধ্য করবে বলা যায়।এ ছাড়াও থাকছে পিক্সেল লাইটের মন মাতানো আলোক সজ্জা যা অতি সহজেই মনকে নাড়া দেবে।সম্পাদক সুজিত সরকার বলেন তাদের পুজো শুধু উত্তর দিনাজপুর জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা।জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা আসবে পূজার আনন্দ উপভোগ করবার জন্য পূজার বাজেট সম্পর্কে প্রশ্ন করলে সুজিত সরকার বলেন ভালো পুজা দর্শকদের উপহার দিতে গেলে ভালো পয়সাতো খরচ করতেই হবে।তিনি বলেন যত গুড় দেবেন ততইতো মিষ্টি হবে।ক্লাব সম্পাদকের দৃঢ় বিশ্বাস তাদের শিমুল তলা ইয়ং এথলেটিক্স ক্লাব এবারেও জেলার মধ্যে একটি স্থান দখল করতে চলেছে বলেই তার মনে করা হয়েছে।
ক্লাব সম্পাদক সুজিত সরকার বলেন মন্দির নির্মাণে দুইমাসের উপর সময় ধরে কাজ করে শেষের মুখে নিয়ে এসেছে।মায়ের মূর্তি গড়েছেন শিলিগুড়ির মৃৎ শিল্পী।মায়ের বিশ্বরূপ দর্শন দেখা যাবে স্থায়ী মন্দির থেকে।
আরও পড়ুনঃ মৃন্ময়ীর পুজোতে গ্রাম্য বধূ থেকে মায়ের রুদ্র রূপ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584