নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এবার ড্রোনে নজরদারি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার পুলিশ প্রশাসনের।রবিবার বেলদার বেশ কিছু জায়গায় লকডাউন অমান্যকারী অনিয়ন্ত্রিত লোকেদের খুঁজতে ও বেলদার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নজরদারি চালান তারা। করোনা ভাইরাস রোধে দেশজুড়ে চলছে লকডাউন।
প্রসঙ্গত এই লকডাউন চলাকালীন রাস্তায় বেরিয়ে নরমে গরমে বহুবার এলাকাবাসীদের সচেতন করতে দেখা গেছে বেলদার পুলিশকে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া আইন অমান্যকারি অন্যান্য দোকানগুলো বন্ধ করেছিল তারা। দেশে বেড়ে চলেছে কোভিড-১৯ এর প্রকোপ কিন্তু এরপরেও সচেতন নয় এলাকাবাসীরা।
অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন অজুহাতে বাইরে বের হচ্ছেন তারা। সেই সঙ্গে মানছেন না সামাজিক দূরত্বও। তাই এই সকল অনিয়ন্ত্রিত লোকেদের সবক শেখাতে ড্রোনে নজরদারি শুরু করল বেলদার পুলিশ-প্রশাসন ।অপরদিকে,পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বাংলা ও উড়িষ্যা সংলগ্ন সনাকোনিয়াতে কঠোর ভাবে চলছে নাকা চেকিং এর ব্যবস্থা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর নির্দেশ মানাতে বিজেপির ‘অভিনব’ প্রচার রায়গঞ্জে
বাংলা থেকে যাওয়া বা উড়িষ্যা দিক থেকে আসা অত্যাবশ্যকীয় পণ্য গাড়ি ছাড়া কোনকিছুকেই যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে প্রবেশের আগে ওই সকল গাড়ির চালক ও খালাসীর প্রয়োজনীয় সরকারি অনুমতি পত্র সহ স্বাস্থ্য কর্মীদের থার্মাল স্ক্যানার দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। এর পরেই মিলছে ভেতরে যাওয়ার অনুমতি।
প্রসঙ্গত উড়িষ্যাতে ভর্তি হওয়া বেলদা থানার অন্তর্গত দাঁতন ২নং ব্লকের সাউরির এক ব্যক্তির করোনা সংক্রমণের খবর আশার পর, দাঁতন থানার বাংলা, উড়িষ্যা বর্ডার সংলগ্ন সনাকোনিয়াতে কঠর নজরদারির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে ঘরে ফিরছে শ্রমিকের দল
অপরদিকে পূর্ব মেদিনীপুরের এগরাতে এক বিয়ে বাড়ির ভোজে উপস্থিত এক ব্যক্তির কাছ করোনা সংক্রমণ পরপর একাধিক জনের মধ্যে ছড়িয়ে যাওয়ায় ,করোনা সংক্রমিত “হটস্পট” জোনের আওতায় আসে এগরা। এর ফলে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির জাহালদাতে নাকা চেকিং শুরু করে বেলদার পুলিশ প্রশাসন।
এগরা থেকে আসা ও বেলদা থেকে যাওয়া সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ির চালক ও খালাসিদের উড়িষ্যা বর্ডার -এর জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।তবে এই সবের মাঝে লকডাউনে বিভিন্ন অজুহাতে বাইরে বেরিয়ে আসা মানুষজনের কাছ থেকে আর যাতে নতুনভাবে এলাকাতে কোন করোনা সংক্রমণ না ঘটে তার জন্য কঠোর নজরদারি চালাতে এবার ড্রোনের সাহায্য নিল বেলদার পুলিশ প্রশাসন। সূত্রের খবর, এবার শুরু হবে আইন অমান্যকারীদের আসল সবক শেখানোর পালা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584