পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
পিসির বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রনে এসে নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ভাই এবং দিদির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি গ্রামে।
স্থানীয় বাসিন্দারাই নদী থেকে দুই কিশোর ও কিশোরীর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাগর সরকার ( ১১) ও সুস্মিতা সরকার ( ১৬)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিন্দোলের বাসিন্দা সুস্মিতা সরকার ও ভাই সাগর সরকার এদিন রায়গঞ্জের ভাঙাবাড়ি এলাকায় পিসির বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে আসে। এদিন দুপুরে পিসির বাড়ির পাশে থাকা নাগর নদীতে স্নান করতে যায় ওই দুই ভাইবোন সাগর নদীতে নামলেও তার দিদি নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। নদীতে প্রচুর জল থাকায় সাগর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যেতে থাকে। ভাইয়ের চিৎকারে সুস্মিতা ভাইকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়।
আরও পড়ুনঃ ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি,নিখোঁজ শিশু
এরপর সুস্মিতাও জলে তলিয়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা তাদের দুইজনকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষনা করেন।জলে ডুবে দুই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584