নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ডোবায় স্নান করতে নেমে মাদারিহাটের শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দুই স্কুল পড়ুয়া অমিত ঠাকুর (১৪) ও রক্ষক কামীর (১৪) মৃত্যু হল বৃহস্পতিবার।
ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি সেনা ছাউনির কাছে ।তাদের দুই সহপাঠী কালাম মিঁয়া ও উমেশ সিং জলে ঝাঁপ দিয়ে অপর সহপাঠী নির্মল রাইকে (১৪) বাঁচাতে সক্ষম হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার বিকেলে তিনজনকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হলে অমিত ও রক্ষককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিন পাঁচজনই বিদ্যালয়ে যাওয়ার নাম করে বের হলেও সাঁতার কাটতে যায় ডোবায়।
বীরপাড়া থানার ওসি পেমা ওয়াংডি ভুটিয়া বলেন,” জলে ডুবে দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে।”
আরও পড়ুনঃ দাদাকে খাবার দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ভাইয়ের
বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে বলেন, দুই স্কুলপড়ুয়ার দেহ শুক্রবার ময়নাতদন্তে পাঠানো হবে। নির্মল রাইকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584