পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ব্রাউন সুগার সংগ্রহকারী মাদকাসক্ত এক যুবককে চুরি করার সময় হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত গ্রামবাসীরা। সোমবার দুপুরে রায়গঞ্জের রূপাহারের ঘটনা। ধৃতের নাম মুন্না মন্ডল, বাড়ি রায়গঞ্জ পৌরসভার ২৭নং ওয়ার্ডের কান্তনগর এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, রূপাহার এলাকায় দিনেদিনে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ব্রাউন সুগারের ব্যবসা। নিত্যদিন সেখানে রায়গঞ্জ শহর এবং আশেপাশের এলাকার মাদকাসক্ত যুবকেরা ভিড় জমায় নেশা করার উদ্দ্যেশ্যে। আর মাদক সেবন করেই এলাকাজুড়ে চুরি ছিনতাই-এ লিপ্ত হয় তারা। কেউকেউ আবার দুর্ঘটনার কবলেও পড়েছে। আর নিত্যকার এই যন্ত্রনার বিরুদ্ধে ক্ষোভের আজ তীব্র বহিঃপ্রকাশ ঘটে।
জানা যায়, এদিন দুপুরে কিছু যুবক এলাকায় গিয়ে ব্রাউন সুগার সংগ্রহ করে নেশাসক্ত অবস্থায় এলাকারই একটি বাড়িতে ঢুকে পড়ে। এদিকে ওই বাড়ির মহিলারা চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে দুই যুবককে ধরে ফেলেন। শুরু হয় উত্তম মধ্যম। এরপর তাদেরই একজনকে এলাকাবাসীরা একজনকে ছেড়ে দিলেও অন্যজনকে ৩৪নং জাতীয় সড়কের ধারে আটক করে রাখে।
আরও পড়ুনঃ মৎস্যজীবীর দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য এলাকায়
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশের হাতে ওই যুবককে তুলে দেয় এলাকাবাসীরা। যদিও ওই এলাকায় ব্রাউন সুগারের রমরমা রোধে পুলিশ প্রশাসনের কড়াহাতে ব্যবস্থা দাবি তোলেন রূপাহারের বাসিন্দারা। ঘটনার তদন্তে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584