মাদক পাচারের করিডর হয়ে উঠছে মালদহ, সতর্ক পুলিশ

0
50

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মাদক পাচারের কারবারের করিডর হয়ে উঠেছে মালদহ জেলা। অসম, মিজোরামের সীমান্ত পেরিয়ে এই মাদক বাংলায় প্রবেশ করছে। শুধু তাই নয় স্থানীয়ভাবে কালিয়াচকের আশেপাশে তৈরি করা হচ্ছে ব্রাউন সুগার।

Malda police | newsfront.co
নিজস্ব চিত্র

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ‘গত একমাসে প্রচুর পরিমাণে মাদক মালদহের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মাদক সামগ্রীর পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ জেলা পুলিশ আধিকারিকদের। জেলাতে কালিয়াচক, বৈষ্ণবনগর, ইংরেজবাজার সহ একাধিক থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণে মাদক সামগ্রী।

আরও পড়ুনঃ বাবার মৃত্যুর আসল প্রমাণপত্র না পেয়ে বিডিওর দ্বারস্থ ২ মেয়ে

গ্রেফতারও হয়েছে ১২৮ জন। মামলা হয়েছে ৯৭টি। তবে মাদক কারবার বন্ধ করতে পুলিশের নজরদারি আরও কঠোর করা হচ্ছে।’ তিনি জানান, ‘বৈষ্ণবনগর, কালিয়াচক, মোথাবাড়ি, গাজোল, মানিকচক সহ ইংরেজবাজারের পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here