মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবীতে আন্দোলনে ডি এস ও

0
57

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:পাশ ফেল চালুর আন্দোলনের বিজয়ের মুখে দাঁড়িয়ে, মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ‌্যালয়ের দাবীতে ডি এম দপ্তরে বিক্ষোভ এর ডাক দিল ডি এস ও। স্বাধীনতা সাত দশক পরেও শিক্ষার দিক দিয়ে মুর্শিদাবাদ জেলা এখনও অনগ্রসর। জেলায় ছাত্র ছাত্রী সংখ‌্যানুপাতে পর্যাপ্ত স্কুল কলেজ এ জেলায় না থাকায় শিক্ষার বঞ্চনার শিকার গরীব ও মধ‌্যবিত্ত পরিবারের সন্তানেরা। গ্রাম অধ‌্যুষিত অঞ্চলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিতেও শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে ধুঁকছে।

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষকের অভাবের কারণে ও দৈনন্দিন দারিদ্রের সঙ্গে সংগ্রাম করা পরিবারের ছেলেমেয়েরা বিদ‌্যালয় সংযোগ ছিন্ন করছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডি এস ও এর দীর্ঘ দিনের দাবী পাশ ফেল চালুর আন্দোলনের বিজয়ের মুখে জেলা জুড়ে উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ‌্যে জেলায় স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ‌্যালয় গড়ে তোলার দাবীতে জেলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ডি এস ও। সেই কর্মসূচী কে সামনে রেখে, নারী নিগ্রহ, ছাত্রী নিগ্রহ বন্ধ সহ বেশ কয়েক দফা ইস‌্যুকে সামনে রেখে সংগঠনের ৬৪তম প্রতিষ্ঠা দিবসে ছাত্র বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচী ঘোষণা হয়েছে ডি এস ও সংগঠনের তরফে। আগামীতে জেলা জুড়ে এই দাবীতে প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচীর মধ‌্যে দিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডি এস ও জেলা সম্পাদক সাবির আলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here