মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ

0
78

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

protest rally | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ পর্ষদ অফিসে এবং জেলাশাসক দফতরের সামনে। বিক্ষোভ দেখালো ডিএসও। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে মেদিনীপুর আঞ্চলিক অফিসে এবং জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও।

protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

পরীক্ষা চলাকালীন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পর্ষদের সিলমোহর সহ বাংলা বিষয়ের প্রশ্নপত্র।মাধ্যমিক পরীক্ষার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাকে পরিহাসে পরিণত করার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠনের।

আরও পড়ুনঃ ফের হাতির হানায় ক্ষতিগ্রস্ত চাষের জমি থেকে বাড়ি

protest rally | newsfront.co
নিজস্ব চিত্র
complaint | newsfront.co
অভিযোগ পত্র। নিজস্ব চিত্র

নেতৃত্ব দেন সংগঠনের জেলা সহসভাপতি সিদ্ধার্থ ঘাঁটা, সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত জানা, তাপস জানা ও রনিতা পড়িয়া।

মাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ প্রশাসনের বিন্দুমাত্র তৎপরতা না দেখা গেলেও আন্দোলনরত ছাত্রছাত্রীদের বাধা দেওয়ার ক্ষেত্রে তাদের তৎপরতার কোনরূপ অভাব লক্ষ্য করা যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিদ্ধার্থ ঘাঁটা বলেন ” অবিলম্বে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি এই ধরনের ঘটনা রোধে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে মাধ্যমিক পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত আবেগের একটি পরীক্ষা পরিহাসে পর্যবসিত না হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here