ছাত্রছাত্রীদের দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে ডিএসও

0
39

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতিতে সারা দেশের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ছাত্রসমাজেরও দুর্বিসহ অবস্থা। গত তিন মাস ধরে স্কুল- কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। স্বাভাবিকভাবে ছাত্র-ছাত্রীরা দিশাহীন অবস্থায় বাড়িতে বন্দি। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও কর্মীরা। ছাত্রছাত্রীদের ফি মকুব সহ একাধিক দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন তারা।

DSO rally | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর, বেলদা, সবং, পিংলা সহ সারা জেলা জুড়ে প্রশাসনিকভবন গুলিতে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়। শিক্ষায় ফি মকুব, ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি বাস পাস, লকডাউন পরিস্থিতিতে মেসের ভাড়া, বিদ্যুতের বিল মকুব সহ আর্থিক দায়ভার সরকারকে নিতে হবে। মূলত এই দাবিগুলিকে ভিত্তি করে তাদের এই কর্মসূচি।

Rally | newsfront.co
নিজস্ব চিত্র

বেলদায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ডিএসও’র জেলা সম্পাদক ব্রতীন দাস। তিনি বলেন, ‘এই লকডাউন পরিস্থিতিতে মাধ্যমিকের ফল ঘোষণার পরই একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে। আমরা দাবি করছি একাদশ শ্রেণির ভর্তি ফি সহ সমস্ত স্কুল-কলেজের ফি মকুব করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের এই অসহায় অবস্থায় ফ্রি বাস পাসের ব্যবস্থা করতে হবে।’

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ঘুরে যাওয়ায় ব্যাঙ্কে স্যানিটাইজেশন

এদিন জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভের পর ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেন বিক্ষোভকারীরা। নেতৃত্ব দেন জেলা সভাপতি বিশ্ব রঞ্জন গিরি। তিনি বলেন, ‘মেদিনীপুর সহ জেলার বিভিন্ন জায়গায় অসংখ্য মেসে থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত। এই লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন তারা মেসে নেই। কিন্তু তাদের মেসের ভাড়া সহ মেসের বিদ্যুতের বিলের আর্থিক বোঝা তাদের ওপর চাপানো হচ্ছে। এমতাবস্থায় আমরা দাবি করছি এই লকডাউন পরিস্থিতিতে সকল ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। ছাত্র-ছাত্রীদের আর্থিক দায়ভার সরকারকে নিতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here