শ্রমিক-পড়ুয়াদের বিনা পয়সায় বাসে যাতায়াতের দাবিতে ডিএসও-র ডেপুটেশন

0
41

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আবহে সারা দেশের সাথে এরাজ্যেও প্রায় দুই মাস ধরে চলছে লকডাউন। লকডাউনের কারণে দিন আনি দিন খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারগুলির অর্থনৈতিক অবস্থা চরম সংকটের মধ্যে রয়েছে। লকডাউন আগামী দিনে খানিকটা শিথিল হলেও এই পরিবারগুলির অর্থনৈতিক অবস্থা চরম সংকটের সম্মুখীন হবে।

Deputation | newsfront.co
নিজস্ব চিত্র

কালবৈশাখী ও বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় চাষিরাও দিশেহারা। এই মধ্যবিত্ত কৃষক শ্রমিক পরিবারের অসংখ্য ছাত্র ছাত্রীরা এই জেলাতে রয়েছে। এই জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে যাতায়াতের জন্য বাসের উপর নির্ভর করতে হয়। অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করার কারণে অসংখ্য পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন। বাড়ি ফেরার মতো টাকাও তাদের কাছে নেই।

আরও পড়ুনঃ শিশুশ্রমিকদের ফেরানো সহ একাধিক দাবিতে বিডিওকে স্মারকলিপি ব্লক কংগ্রেসের

এই অবস্থায় ছাত্রসংগঠন ডি এস ও-র দাবি, শিক্ষাক্ষেত্রে সার্বিকভাবে ফি মুকুবের সাথে সাথে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ফ্রি বাস পাসের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে সংগঠনের পক্ষ থেকে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার আরটিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি বলেন “বর্তমান এই অর্থনৈতিক অবস্থায় সমস্ত ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে ফ্রী বাস পাশের ব্যবস্থা করতে হবে। সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে। যাতায়াতের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তার দিকে নজর দিয়ে পর্যাপ্ত সরকারি বাস চালানোর ব্যবস্থা করতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here