তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সুস্থ শরীর রাখতে খেলাধুলার বিকল্প নেই আর এই খেলাধুলায় পারে সুস্থ সমাজ গঠন করতে।শনিবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় ২০তম সেন্ট জেভিয়ার্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে একথা বলেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার।তিনি বলেন শরীর চর্চার বিকল্প নেই,তাই এই শরীরচর্চা আগামী দিনে একটি সুস্থ সবল মানুষ তৈরি করতে সাহায্য করে।শনিবার সেন্ট জেভিয়ার্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে এমন কথাই বললেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার।এদিন তিনি বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল ডেভিড রাজ বলেন,যেভাবে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরল সকলের সামনে তা তুলনাহীন। । এমন ভাবেই আগামী দিনে তাদের চলতে হবে।তিনি সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন তারা যেন তাদের সন্তানদের খেয়াল রাখেন।আগামী দিনের ভবিষ্যৎ তারাই। এ দিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন ছিল।
আরও পড়ুনঃ সংবর্ধিত ফুটবল খেলোয়াড় বাঘা মিহির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584