Duare Ration: দুয়ারে রেশন পেয়ে খুশি জলঙ্গী ব্লকের গ্রাহকেরা

0
51

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

দুয়ারে সরকার প্রকল্প চালু করার পর রাজ্য সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ‘দুয়ারে রেশন’ প্রকল্পের। সেই মত ভার্চুয়াল ভাবে দুয়ারে রেশনের ট্যাবলো উদ্বোধন করেন। তারপর রাজ্যের বিভিন্ন ব্লকের পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয় দুয়ারে রেশন। যদিও অনেক আপত্তি জানিয়েছিল রেশন ডিলার সংগঠন গুলি। সব সমস্যার সমাধান করে দুয়ারে রেশন চালু হলো রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গী ব্লকেও।

Duare Ration
চালু দুয়ারে রেশন। নিজস্ব চিত্র

জলঙ্গী ব্লকের ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তনু ঘোষ জানান ব্লকের ৩৯ জন রেশন ডিলার, যার মধ্যে একজন শারীরিক অসুস্থতার কারণে কলকাতা হাসপাতালে ভর্তি রয়েছেন। তা বাদে সকল রেশন ডিলাররা দুয়ারে রেশন নিয়ে হাজির হয়েছি। এইভাবে আগামী দিনেই চলতে থাকবে বলে জানান তিনি।

ফরিদপুর অঞ্চলের এক রেশন গ্রাহক বলেন, সরকারের ঘোষণা মত একটু দেরি হলেও দুয়ারে রেশন পেয়ে খুব ভালো লাগছে।বিশেষ করে যে সব পরিবারে পুরুষরা অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন রাজ্যে রয়েছেন সেই পরিবারের মহিলাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতো রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে বায়োমেট্রিক( আঙ্গুলের ছাপ) মিলিয়ে রেশন নিতে বা রেশন সামগ্রী বাড়ি নিয়ে আসতে। এবার থেকে আর সেসব সমস্যা হবে না পরিবারের যে কেউ রেশন নিতে পারছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। জলঙ্গীর বাসিন্দা শামীমা বিবি বলেন, পরিবারের ছেলেরা বাড়িতে না থাকায় কিছুটা সমস্যা হতো সেই সমস্যার সমাধান হলো এবার বাড়িতে বসে দুয়ারে রেশন পেয়ে।

জলঙ্গী ব্লকের খাদ্য ও সরবরাহ আধিকারিক ভবতোষ বিশ্বাস এ বিষয়ে বলেন, আমরা খুবই খুশি যে রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প আমরা ১০০ শতাংশ চালু করতে পেরেছি জলঙ্গীতে। যদি কোনো মেশিনের সমস্যা থাকে সেটাও খুব তাড়াতাড়ি সারিয়ে উঠবো।সাধারণ মানুষের পরিষেবা আরো ভালো করার চেষ্টা করবো। জলঙ্গী বিডিও শোভন দাস এদিন বলেন, খুশির খবর যে দুয়ারে রেশন একশো শতাংশ চালু করা গিয়েছে জলঙ্গি ব্লকের গ্রাম্য এলাকায় অনেক সমস্যার সমাধান করে।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপি থেকে কান্দি পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রার্থী গৌরাঙ্গ গোপাল সাহা

ডোমকল মহকুমা খাদ্য ও সরবরাহ আধিকারিক মোঃ মুসির আহমেদ এদিন জানান, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আমরা আজ ডোমকল মহকুমায় একশো শতাংশ দুয়ারে রেশন চালু করতে পেরেছি এবং আগামী দিনে আরো ভালো ভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। তিনি আরো বলেন, যদি দুয়ারে রেশনে কেউ কোনো কারণে রেশন তুলতে না পারেন তাদের কোনো চিন্তার কারণ নেই সপ্তাহের যেকোনো দিন রেশন তুলতে পারবেন। যদিও রেশন ডিলাররা ছুটির দিন বাদে দুয়ারে রেশন বিলি করবে সেজন্য শনি ও রবিবার রেশন দোকানে গিয়ে রেশন সামগ্রী তুলতে পারবেন রেশন গ্রাহকেরা।

আরও পড়ুনঃ দল থেকে গদ্দারা চলে যাওয়ায় কান্দিতে তৃণমূল আরও শক্তিশালী হয়েছেঃ পার্থপ্রতীম সরকার

এদিন দুয়ারে রেশন দেওয়ার সময় সাধারণ মানুষের দুয়ারে গিয়ে খোঁজ খবর নিলেন জলঙ্গী ব্লকের দক্ষিণ জোনের ব্লক সভাপতি তথা চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম রকি। তিনি জানান, দুয়ারে রেশন পেয়ে গ্রাম বাংলার মহিলাদের উচ্ছাস খুবই বেশি লক্ষ্য করলাম। দলের ও জলঙ্গি বাসির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। তবে এটা যাতে দীর্ঘদিন চালু থাকে, সেই আবেদন জানান রেশন গ্রাহকগণেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here