নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুয়ারে রেশন ট্যাবলোর শুভ সূচনা হয়ে গেল বহরমপুর কালেক্টর বিল্ডিং থেকে। আজ কলকাতার ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় ‘দুয়ারে রেশন’ প্রকল্পের শুভ সূচনা করলেন।
তিনি জানালেন, এতদিন পর্যন্ত মানুষকে রেশন নিতে যেতে হত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন ডিলারদের গাড়ির জন্য এক লক্ষ টাকা এবং রেশন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুজন করে ছেলে-মেয়েদের নিযুক্ত করতে পারবে রেশন ডিলার। তাদের বেতন ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ৫০০০ টাকা রাজ্য সরকার দেবে এবং ৫০০০ টাকা রেশন ডিলারকে দিতে হবে। তিনি আরো বলেন, সকলকেই সেই দিকটি লক্ষ্য রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে রেশন।
রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী, যাতে সাধারণ মানুষ উপকৃত হয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে রেশন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা শাসক অংশুল গুপ্তা, সাংসদ আবু তাহের খান ও অন্যান্য আধিকারিক বৃন্দ।
আরও পড়ুনঃ বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় আজ বিধানসভায় প্রস্তাব পাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584