রাজ্যে বাড়লো বিধিনিষেধ, একই সঙ্গে ঘোষণা ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পরিবর্তিত সময়ের

0
72

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ! তাই ৩ জানুয়ারি, সোমবার থেকে কার্যকর হতে চলেছে কড়া বিধি নিষেধ। এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব জানালেন কি কি নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এমনকি রবিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হওয়ার কথা ছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। শনিবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেন স্থগিত থাকছে তাও।

Duare Sarkar campaign

‘দুয়ারে সরকার’ শিবির থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যায়। এর মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তফশিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের শংসাপত্র, জয় জোহার, তফশিলি বন্ধু পেনশন প্রকল্প, মানবিক প্রকল্প, ১০০ দিনের কাজ, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, কৃষক বন্ধু, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কৃষিজমির মিউটেশন ইত্যাদি যাবতীয় সুবিধা পান রাজ্যের মানুষ। এছাড়াও যেসব প্রকল্পের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা প্রয়োজন হয় এই শিবির থেকে সেই সহায়তাও পাওয়া যায়।

আরও পড়ুনঃ সংক্রমণ বৃদ্ধিতে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ, বন্ধ স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়, সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

শনিবারের এই ঘোষণায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচী স্থগিত রাখার কথা বলা হলেও জানানো হয়নি আদতে কতদিনের জন্য তা স্থগিত থাকবে। এদিন জানানো হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর পরিবর্তিত দিনক্ষণ। জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ও চলবে একমাস ব্যাপী। ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে ২৪টি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল রাজ্যবাসীর। কিন্তু এই মুহূর্তে করোনার গ্রাফ যে হারে ঊর্ধ্বমুখী, সে পরিস্থিতিতে এই ধরনের শিবির ডেকে আনতে পারে আরো বড় বিপদ এমনটাই মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সে কারনেই এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে এই কর্মসূচী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here