শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মাদক মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দন্ডিত বহিষ্কৃত তৃণমূল নেতা লগিন দাসের। এদিন বালুরঘাট জেলা আদালতের বিচারক কিষাণ কুমার আগরওয়াল এই সাজা ঘোষণা করেন বলে জানান সরকারি আইনজীবী প্রতুল কুমার মৈত্র।
তিনি জানান, লগিন দাস ও নারায়ণ যাদব এই দুজনের মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় এই সাজা ঘোষণা করেন বিচারক।দশ বছর কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানাও ধার্য্য করা হয়েছে।
আরও পড়ুনঃ ১৪৪ ধারার অপব্যবহার, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, লগিন দাস বালুরঘাটের তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন।
বছর দুয়েক আগে বালুরঘাট থানার পুলিশ নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিলের মামলায় তাকে গ্রেপ্তার করে বালুরঘাট আদালতে পাঠায়। পাশাপাশি তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়। এদিন লখিন্দর সাজা ঘোষণা হওয়ায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে। আদালতে এদিন জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584