নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ
ফেলে দেওয়া দ্রব্য সামগ্রী দিয়ে দুর্গা বানিয়ে নজর কাড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ডাকবাংলা পাড়ার বাসিন্দা শোভা মুখার্জী। বালুরঘাট শহরের ফার্স্ট স্টেপ নামক একটি ইংরাজী মাধ্যম স্কুলের শিক্ষিকা শোভা মুখার্জী কলমের বাক্স, দেশলাই-এর কাঠি, ধুপকাঠি, পুতিমালা, চকলেটের প্যাকেটের রাংতা প্রভৃতি ফেলে দেওয়া জিনিস দিয়ে আন্তরিকতা ও নিপূণতায় ছোট দূর্গা বানিয়েছেন।
দুর্গোৎসবের প্রাক্কালে তার বানানো এই দূর্গা দর্শনের উৎসাহ বৃদ্ধি হচ্ছে বালুরঘাটে। এদিন সংবাদমাধ্যমের কাছে শোভা মুখার্জী জানান ছোট থেকেই এই সকল হাতের কাজ তার নেশা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন অনেক বছর আগে এম.সিল দিয়ে তিনি একটি দূর্গা বানিয়েছিলেন। কিন্তু এবার তার দুর্গা বানানোর কোন পরিকল্পনা ছিল না। শুধুমাত্র স্কুলকে শারদ শুভেচ্ছা জানানোর জন্য তিনি এই দূর্গাটি বানিয়েছেন। শোভা মুখার্জীর স্বামী ডঃ সৈকত মুখার্জী তার স্ত্রী-র প্রসঙ্গে বলেন কর্মজগতের বাইরে মানুষের একটি নিজস্ব জগৎ থাকা উচিৎ। সুতরাং পূজার দিনগুলিতে দূর্গা প্রতিমা দর্শন প্রায় এক পক্ষ কাল সময় অপেক্ষা করতে হলেও শোভা মুখার্জীর তৈরী দুর্গা দর্শনে উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584