অকাল বোধনে মা দূর্গার সাথে পূজিত হন রাম লক্ষণ

0
95

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার  সেওয়াই মিলন মন্দির কমিটির দুর্গা মন্দিরে দেবী দুর্গার সঙ্গে রাম,লক্ষণ, ভরত, শক্রঘ্ন, বিভীষন এবং হনুমান একই আসনে পূজিত হয়ে আসছে বিগত ৪৭ বছর ধরে।সেওয়াই মিলন মন্দির কমিটির এই দুর্গাপূজা এবার ৪৮ তম বর্ষে পদার্পণ করল।বাংলা সাল হিসাবে ১৩৫৬ সালে সেওয়াই এলাকায় এই পূজা প্রথম চালু করেন মহেন্দ্রনাথ সরকার নামে এলাকার এক বাসিন্দা। তারপর ধীরে ধীরে এলাকার মানুষরা এই পূজার সঙ্গে যুক্ত হয়।

নিজস্ব চিত্র

এরপরেই সেওয়াই বাজার এলাকায় মন্দির গড়ে পূজা শুরু হয় এই অঞ্চলে। দেবী দুর্গা এখানে বৈষ্ণব মতে পূজিত।তাই এই দুর্গাপূজাতে বলির প্রচলন নেই।সেওয়াই মিলন মন্দির কমিটির দুর্গাপূজাতে গ্রামীন দুর্গাপূজার ছাপ স্পষ্ট।শেওয়াই মিলন মন্দির কমিটির এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকার মানুষ ইতিমধ্যেই পূজোর আনন্দে মেতে উঠেছে।রাত পোহালেই ষষ্টি তাই মন্দির ঘরে জোড় কদমে চলছে প্রতিমা সাজানোর কাজ।স্থানীয় বাসিন্দা এবং মন্দির কমিটির সদস্য সুজিত চক্রবর্তী জানান রাবনকে বধ করার জন্য রাম দুর্গাপূজা করেছিল।সেই কারনে অশুভ শক্তি রুপ শক্রনাশ করবার কারনে দেবী দুর্গার সঙ্গে এই মন্দিরে রাম, লক্ষণ, ভরত, শক্রঘ্ন, বিভীষণ এবং হনুমান এই মন্দিরে পূজিত হয়।সেওয়াই মিলন মন্দির কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ দীপেন মহন্ত জানান বাংলা ১৩৫৬ সালে এই এলাকার প্রবীণ মানুষরা একত্রিত হয়ে দশাবতার মহাবিদ্যা উৎসব করেছিল।সেই উৎসবে স্থানীয় এলাকার মানুষদের পাশাপাশি বাংলাদেশের অনেক মানুষ উৎসবে সামিল হয়েছিল।তারপর থেকেই এই এলাকায় দুর্গাপূজা শুরু হয়।এলাকার স্থানীয় মানুষদের বক্তব্য অন্যান্য চিরাচরিত রীতিতে গড়া দুর্গাদর্শনে পাশাপাশি দর্শনার্থীদের আগ্রহও থাকবে সেওয়াই মিলন মন্দির কমিটির দুর্গাপূজা দর্শনে।

আরও পড়ুনঃ পুজো উদ্বোধন করতে মণ্ডপে জলসেচ মন্ত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here