নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ
গতকাল শুক্রবার গভীর রাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহভাবে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে কারখানাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭ টি ইঞ্জিন। এরপর প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্ল্যান্ট মেডিক্যাল ও সিন্টার প্ল্যান্ট মধ্যবর্তী এলাকায় কোকওভেন গ্যাসের পাইপ লাইন গিয়েছে, সেই পাইপেই কোনও কারণে আগুন লেগে যায়। এরপরই গ্যাসের পাইপ লাইন থেকে দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে।
আরও পড়ুনঃ কেন চালু হয়নি আয়ুষ্মান? বাংলা-সহ ৪ রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিস
সেই পাইপ লাইনের মাত্র ১৫ ফুটের মধ্যে ছিল কারখানার ভিতরে থাকা একটি পেট্রোল পাম্প। এরপর এই পেট্রোল পাম্পটিকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে মর্মান্তিক পরিণতির সম্ভাবনা ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584