সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুর্নিবার সাহা

0
495

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পাঁচ বছরের প্রেম দুজনের। পরিচয় টেলিভিশন সূত্রে। টেলিভিশনের পর্দায় গান শুনে দুর্নিবারকে সামাজিক মাধ্যমে খুঁজে বের করেন মীণাক্ষী।

Durnibar Aiburo vat | newsfront.co

এরপর বন্ধুত্ব এবং প্রেম। ২০১৭ সালে আইনি মতে বিয়েটা সারেন দুজনে। এবার হবে ছাদনাতলায় সামাজিক বিয়ে। সূত্রের খবর অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি ছাদনাতলায় যাবেন দুর্নিবার এবং মীণাক্ষী।

Durnibar | newsfront.co

নিউটাউনের ‘স্বপ্নভোর’-এ বসবে বিয়ের আসর। ২০ ফেব্রুয়ারি আইবুড়ো ভাত, মেহেন্দি এবং সঙ্গীতের আসর। সেদিন নাকি নিজেরাও গাইবেন গান। বিয়ের দিন দুজনেই সাজবেন সাবেকি সাজে। বর পরবেন ধুতি-পাঞ্জাবি আর কনে পরবেন লাল বেনারসি। রিসেপশনে বর পরবেন টাক্সিডো এবং বউ পরবেন ডিজাইনার শাড়ি।

আরও পড়ুনঃ  ‘শারদ সুন্দরী ২০২০’-র গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

Durnibar Minakshi | newsfront.co

অতিমারির বিধিনিষেধ মেনে স্বল্প সংখ্যক আত্মীয় এবং বন্ধুবান্ধব সমাগমে বিয়ে সারবেন ভাবী দম্পতি।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানা জায়গায় আইবুড়ো ভাত খাওয়ার পালা। চলছে বিয়ের তোরজোর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here