মেদিনীপুরে বাম ছাত্র- যুবক সংগঠনের মিছিল

0
89

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার দুপুরে বামপন্থী ছাত্র-যুবকদের উদ্যোগে বড় আকারের একটি দৃপ্ত মিছিল সংগঠিত হলো মেদিনীপুর শহরের রাজপথে।”নিউ নর্মালে তোল আওয়াজ,চাই সবার শিক্ষা সবার কাজ” এই স্লোগানকে সামনে রেখে গোটা বাংলার সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরে শিক্ষিত ও বেকার ছাত্র-যুবকদের দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলনে সামিল হলো বামপন্থী ছাত্র-যুবক সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই ।

people | newsfront.co
মিছিল ৷ নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে সকলের জন্যে শিক্ষা ও কাজের দাবিতে, বিজেপি সরকারের নেতৃত্বে দেশের সরকারী শিল্পগুলিকে তাঁবেদার শিল্পপতিদের কাছে বিক্রির বিরুদ্ধে,নয়া বাণিজ্যমুখী জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে, শিক্ষায় নৈরাজ্যের প্রতিবাদে, রাজ্য জুড়ে ১০০ দিনের শাসক তৃণমূল দলের দুর্নীতির বিরুদ্ধে ,বেকারদের ৬০০০ টাকা বেকার ভাতা প্রদানের দাবিতে,বাংলা আবাস যোজনায় ,পঞ্চায়েত-পুরসভা পরিচালনায় ,রেশন বণ্টনে শাসক দলের চূড়ান্ত দুর্নীতি ও দলবাজির প্রতিবাদে,তৃণমূল ও বিজেপি উভয় দলের মদতে রাজ্য ও দেশ জুড়ে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষে মানুষে মৈত্রী-ভাতৃত্বের বন্ধনকে মজবুত করতে, শালবনী ও গোয়ালতোড়ের প্রস্তাবিত স্টিল কারখানা চালুর দাবিতে,এসএসসি চালু সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারী বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের দাবিতে,করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদ সহ সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই -এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে ১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার মেদিনীপুর শহরের রাজপথে বিশাল মিছিলে সামিল হয় ছাত্র-যুবকরা।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রঞ্জিত পাল, জেলা সম্পাদক সুমিত অধিকারী, এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, সভাপতি সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয়ে ছাত্র-যুবকদের বৃহৎ এই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কালেক্টরের গেটে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ বাংলার পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটেও জেলা শাসককে ডেপুটেশন কংগ্রেসের

মিছিল শেষে কালেক্টরেটের সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে ৷ সৌগত পন্ডা, সুব্রত চক্রবর্তী, বেলাল মীর প্রমুখ ছাত্র যুব নেতৃত্বের এক প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে ডেপুটেশন প্রদান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here