তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
SSC দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। পদাতিক এক্সপ্রেসে উঠতে দেখা গিয়েছিল তাঁকে ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীকে। কিন্তু শেয়ালদা স্টেশনে তাঁরা নামেননি অর্থাৎ মাঝরাস্তায় অন্য কোথাও নেমে গিয়েছেন তাঁরা। এই নিখোঁজ মন্ত্রীকে খুঁজে বের করতে বিশেষ কর্মসূচী নিয়েছে বাম যুব সংগঠন। রাজ্য জুড়ে সমস্ত থানায় বুধবার ও বৃহস্পতিবার মন্ত্রী নিখোঁজের ঘটনায় মিসিং ডাইরি করছেন তাঁরা।

বুধবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানায় মিসিং ডাইরি করা হল DYFI-এর রাজ্যস্তরের নেত্রী মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে। থানার বাইরে SSC কেলেঙ্কারিতে যুক্ত দের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও প্রদর্শন করা হয় DYFI এর পক্ষ থেকে । মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের বলেন রাজ্যের একজন মন্ত্রী যার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা আছে তিনি কিভাবে নিখোঁজ হতে পারেন? তার সঙ্গে যারা দেহরক্ষী ছিল তাদের কে জিজ্ঞেস করলেই তো বেরিয়ে যাবে রাজ্যের মন্ত্রী কোথায় আছেন ।
আরও পড়ুনঃ বড়ঞায় খুনের ঘটনায় ৬ ব্যাক্তিকে গ্রেফতার করলো বড়ঞা থানার পুলিশ
তিনি আরো বলেন, “যার সমস্ত খরচ আমরা বহন করি তার জন্য তো আমাদের চিন্তা হবেই। তাই তাড়াতাড়ি তাঁকে খুঁজে বের করার জন্য ওনার নামে একটি মিসিং অভিযোগ আমরা জমা করলাম ভগবানগোলা থানায়।“ তিনি আরো বলেন আজ ও আগামী কাল দুদিন রাজ্যের সমস্ত থানায় DYFI এর পক্ষ থেকে ওনার নামে মিসিং ডাইরি করা হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584