নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা এবং দালালরাজের রমরমার অভিযোগ তুলে আন্দোলনে নামল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই। করোনা টেস্টের পরিমাণ বাড়ানো, নন কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করার দাবি সহ মোট ১০ দফা দাবিতে শুক্রবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেয় সংগঠন নেতৃত্ব।
এদিন বিনয় বাদল দীনেশ মোড় থেকে প্রতীকী মরদেহ কাঁধে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই আন্দোলনে সামিল হয়েছেন সংগঠনের সদস্যরা, বলে জানিয়ছেন ডিওয়াইএফআই-য়ের জেলা নেতা প্রাণেশ সরকার।
অভিযোগ, করোনা আবহের মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে। দালালচক্রের সক্রিয়তার জেরে রোগী ও তাদের পরিজনদের চরম দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
যুব সংগঠনের জেলা সম্পাদক কার্তিক দাস বলেন, “মেডিকেল কলেজের ফিভার ক্লিনিকে কাদের টেস্ট হবে, কাদের টেস্ট হবে না, তার কোন নির্দিষ্ট নিয়ম নীতি মানা হচ্ছেনা। ফিভার ক্লিনিকে আসা রোগীদের শুধুমাত্র কাগজে হোম কোয়ারেন্টাইন ছাপ মেরে ছেড়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে বিক্ষোভ
মেডিকেল কলেজে আরও বেশি পরিমাণ টেস্ট করার ক্ষমতা থাকলেও তা করা হচ্ছে না। তাই কোভিড ১৯ টেস্টের পরিমাণ বাড়ানোর দাবি এদিন তোলা হয়েছে। পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যেই সেই রিপোর্ট রোগীর হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে।” কার্তিকবাবু বলেন, “করোনা আবহে হাসপাতালে নন কোভিড রোগীদের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে।
যেমন দীর্ঘদিন ধরে সার্জারি, সিজার, অর্থোপেডিক সার্জারি প্রায় বন্ধ হয়ে রয়েছে। অবিলম্বে তা চালু করার দাবিও এদিন জানানো হয়েছে কর্তৃপক্ষকে।”
স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণ সহ হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, সিকিউরিটি গার্ড সহ অন্যান্য কর্মীদের মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে প্রদান করার দাবিও জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584