সকাল সকাল এলাকা পরিদর্শনে দামাল হাতি

0
214

বদরুল আলম, ঝাড়গ্ৰাম

সকাল সকাল বাজার পরিদর্শন । মাঝে মাঝে কয়েকটি দোকানে তল্লাশি চালানো এবং উঁকি মারা । পেছনে আম জনতা । নিজের খেয়ালেই প্রায় আধ ঘন্টা ধরেই চললো বাজার পরিদর্শন ।
না ইনি কোনো সরকারি আধিকারিক নন । ইনি হলেন গজরাজ । দলমার দামাল হাতি ।

চলছে পরিক্রমা

আজ সকাল ৬ টা নাগাদ ঝাড়গ্রামের মানিকপাড়া বাসস্ট্যান্ডে ঢুকে পড়ে একটি হাতি । রাজ পথে বেশ কিছুক্ষন ধরে ঘুরাঘুরি করে । মাঝে কয়েকটি দোকানে ভাঙ্গচুরও চালায় ।

খাবারের দাবি

পরে স্থানীয় বাসিন্দারা তাদের নিজেদের চেষ্টায় হাতি টিকে বালিভাসার জঙ্গলে ফেরৎ পাঠায় । স্থানীয় বাসিন্দারা জানান , বালিভাসার জঙ্গলে ২০ -২৫ টি হাতি বেশ কিছু দিন হল ঘাটি গেঁড়েছে । সেই পালেরই সর্দার হাতিটি আজ খাবারের সন্ধানে মানিকপাড়া বাজারে প্রবেশ করে ।

এদিকে হাতির পাল থাকার দরুন প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে । বনদপ্তর থেকে সে ভাবে হাতি তাড়ানোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here