ভূ কম্পনে কাঁপল পশ্চিম মেদিনীপুর

0
39

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার বিকেল সাড়ে চারট নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ। এই ভূমিকম্পের ফলে আতঙ্কিত জেলাবাসী।

earthquake at west medinipur | newsfront.co
ছবিঃ প্রতীকী

পশ্চিম মোতিপুর জেলার ঘাটাল, দাঁতন, বেলদা ও নারায়ণগড়ে এলাকায় এই ভূ কম্পন অনুভব করা যায়।
ভূমিকম্পের সময়কাল খুবই কম ছিল। তবে তীব্রতা ছিল যথেষ্টই।

shrabani bera | newsfront.co
শ্রাবণী বেরা,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

সাময়িক ঘটে যাওয়া এই তীব্রতায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিনের কম্পনের মাত্রা কত ছিল, উৎসস্থল কোথায়, ক্ষয়ক্ষতিই বা কতটা হল, এসব সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, উত্তর ভারতের কোনও অঞ্চল কম্পনের কেন্দ্র৷ যার প্রভাবে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তও৷

আরও পড়ুনঃ অসুস্থ চালক নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

এর আগে ২০১৫ সালে ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ তবে সেবার কম্পন আরও বেশিক্ষণ স্থায়ী ছিল৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here