নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পেট্রোল পাম্পের পর টিকাকরণ সার্টিফিকেট থেকেও সরাতে হবে মোদীর ছবি, নির্দেশ কমিশনের
তৃণমূলের অভিযোগের পর পরই পদক্ষেপ নির্বাচন কমিশনের।
বাংলা-সহ ভোটমুখী পাঁচ রাজ্যেই পেট্রল পাম্পের পর এবার করোনার টিকাকরণের ডিজিটাল সার্টিফিকেট থেকেও সরাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও নাম। নির্দেশ দিল নির্বাচন কমিশন।
ভোটের দিন ঘোষণার পর পরই চালু হয়েছে আদর্শ আচরণ বিধি, তারপরও করোনার টিকাকরণের ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং নাম থাকা নিয়ে আপত্তি জানিয়ে গত বুধবারই তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয় কমিশনে। যার প্রেক্ষিতে গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানতে চায় নির্বাচন কমিশন। তারপরই করোনার টিকাকরণের ডিজিটাল সার্টিফিকেট থেকে মোদীর নাম ও ছবি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, নির্বাচন কমিশন স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানতে চায়, আদর্শ আচরণবিধি লাগুর পরও কেন পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে করোনা সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি-নাম ব্যবহার করা হচ্ছে? বিধি চালুর পর নির্দিষ্ট কোনও দলের ব্যক্তির ছবি বা নাম সব ধরণের প্রচার বন্ধ রাখতে হবে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রক কমিশনকে জানিয়েছে যে, টিকাকরণ কর্মসূচি কেন্দ্রীয় সরকারের একটি চলমান প্রক্রিয়া। যা আদর্শ আচরণবিধি লাগুর কয়েক সপ্তাহ আগে থেকেই কার্যকর হয়েছে। এরপরই পাঁচ রাজ্য থেকে করোনা টিকাকরণ সার্টিফিকেট থেকে মোদীর ছবি-নাম তুলে নেওয়ার নির্দেশ দেয় কমিশন।
আরও পড়ুনঃ প্রার্থী তালিকা প্রকাশে সংশয় বঙ্গ বিজেপিতে
কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া করোনা টিকার ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নাম, ছবি সহ বার্তা আসলে আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটারে বিষয়টি নিয়ে প্রথমে সরব হন ও পরে দলের তরফে এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়।
এর আগে ২০১৭ সালে গোয়া, উত্তারাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও মণিপুরে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মোদীর ছবি ও নাম সরানোর জন্য কমিশনকে সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে নির্দেশ দিতে হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584