মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বলিউডে একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে চলেছে। বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের পর এবার আর্থিক তছরুপের মামলায় উঠে এল অভিনেতা ডিনো মোরিয়া ও হৃতিক রোশনের প্রাক্তন শ্বশুর সঞ্জয় খানের নাম। একই তালিকায় রয়েছেন আরও দু’জন। ডিজে আকিল এবং কংগ্রেস নেতা আহমেদ পাটিলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকি। এই চারজনেরই কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় অভিযুক্ত ওই চারজন।
গুজরাটের দুই ব্যবসায়ী নীতিন এবং চেতন সান্দেসারার বিরুদ্ধে ঋণের মাধ্যমে ১৪ হাজার ৫০০ কোটি টাকার তছরুপের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই এই চারজনের হদিশ পান ইডির আধিকারিকরা।
সূত্রের খবর, সান্দেসারা ভাতৃদ্বয়ের পারিবারিক অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন ডিনো মোরিয়া ও ডিজে আকিল। এই কারণেই ডিনো ও ডিজে-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল মোটা অঙ্কের টাকা। বাজেয়াপ্ত মোট ৮ কোটি ৭৯ লক্ষ টাকার মধ্যে ডিনো মোরিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৪ লক্ষ টাকা।
সঞ্জয় খানের অ্যাকাউন্ট উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা। ডিজে আকিল ও ইরফান আহমেদ সিদ্দিকির অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ১ কোটি ৯৮ লক্ষ টাকা এবং ২ কোটি ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক নীতিন সান্দেসারা, চেতন সান্দেসারা, চেতনের স্ত্রী দীপ্তি এবং তাঁদের সঙ্গী হিতেশ প্যাটেল।
আরও পড়ুনঃ শোলে-র অফার কেন ফিরিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা?
উল্লেখ্য, শুক্রবার আর্থিক তছরুপের অভিযোগে ইয়ামিকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই ইডির সামনে হাজিরা দিতে হবে তাঁকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ২ জুলাই ইডি সমন পাঠায় ইয়ামিকে।
আরও পড়ুনঃ বিচ্ছেদ ঘোষনা হতেই ফতিমা সানাকে জড়িয়ে আমিরকে নিয়ে ট্রোল শুরু নেট দুনিয়ায়
আগামী সপ্তাহেই মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় অভিযুক্ত ইয়ামি। ৭ জুলাই বলিউড অভিনেত্রীকে ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে বলে খবর। শুধু তাই নয়, ওই দিনই ইয়ামিকে ইডির দফতরে হাজির হয়ে বয়ান রেকর্ড করতে হবে বলেও জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584