মনিরুল হক, কোচবিহারঃ
নিজেদের দাবির স্বপক্ষে এবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠালো গ্রামীণ সম্পদকারীরা। বৃহস্পতিবার কোচবিহার বড় পোস্ট অফিস থেকে ১১৭০ জন গ্রামীণ সম্পদকারী এই চিঠি পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁদের দাবি রাজ্য সরকার তাঁদেরকে একটি কর্মসূচির মাধ্যমে তাঁদের অন্তর্ভুক্ত করে মাসিক বেতন ঘোষণা করুক।
গ্রামীণ সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষে রফিক মিয়াঁ বলেন, কোচবিহার জেলায় আমরা ১১৭০ জন কর্মী রয়েছি। যাদের দিন মজুরি ১৫০ টাকা।
আরও পড়ুনঃ সিএএ-এনআরসি-র বিরোধিতায় জনজোয়ারে সামিল ডোমকলবাসী
মাসে আমাদের কাজ থাকে ২০ দিন, বছরে ২৪০ দিন। মাসিক মোট সম্মান দক্ষিনা পাই ৩০০০ টাকা। এতে আমাদের সংসার প্রতিপালন করা যাচ্ছে না। আমরা অসহায়।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের বেতন কাঠামো ঘোষণা করবেন। তাই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আনুরোধ রাখছি আমাদের বেতন কাঠামো ঘোষণা করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584