ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণের নামে স্বাধীনতা হরণ, অসন্তোষ প্রকাশ এডিটর্স গিল্ডের

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মিডিয়া নিয়ন্ত্রণে কেন্দ্রের নতুন নীতিতে ব্যাপক ভাবে খর্ব হবে মিডিয়ার স্বাধীনতা, তীব্র অসন্তোষ প্রকাশ এডিটর্স গিল্ডের। গিল্ডের মতে, তথ্য-প্রযুক্তি মন্ত্রক আইন, ২০২০ অনুসারে কোনওরকম আইনি নির্দেশিকা ছাড়াই কেন্দ্রীয় সরকার দেশে যে কোনও সময়, যে কোনও জায়গার খবর ব্লক করে দিতে পারে, মুছে দিতে পারে।
মিডিয়া নিয়ন্ত্রণে কেন্দ্রের নতুন নীতিতে ব্যাপক ভাবে খর্ব হবে মিডিয়ার স্বাধীনতা।

Editors Guild | newsfront.co

মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রের নতুন মিডিয়া নীতির বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।

শনিবার গিল্ডের তরফে জানানো হয় যে, তথ্য-প্রযুক্তি মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুসারে চলতে গেলে দেশে মিডিয়ার স্বাধীনতা বলে আর কিছুই থাকবে না। ডিজিটাল মিডিয়া হোক বা অন্য যেকোন মিডিয়ার স্বাধীনতা এতে খর্ব করা হচ্ছে।

আরও পড়ুনঃ ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংস্কৃতির জন্য সবচেয়ে বড় বিপদঃ যোগী আদিত্যনাথ

এডিটর্স গিল্ড জানিয়েছে, তথ্য-প্রযুক্তি মন্ত্রক আইন, ২০২০ অনুসারে কোনওরকম আইনি নির্দেশিকা ছাড়াই কেন্দ্রীয় সরকার দেশে যে কোনও সময়, যে কোনও জায়গার খবর ব্লক করে দিতে পারে বা মুছে দিতে পারে। এই আইনের বিভিন্ন ধারা অনুসারে অকারণেই ডিজিটাল মিডিয়ার উপর সার্বিক নিয়ন্ত্রণ করতে পারে সরকার।

আরও পড়ুনঃ প্রকাশিত হল জেইই-মেন ফেব্রুয়ারি সেশনের ফলাফল

গিল্ডের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নির্দেশিকা জারির আগে কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনওরকম আলোচনাই করেনি। কেন্দ্রের খেয়াল রাখা উচিত ছিল, সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ এনে ভারতের সংবিধানে মিডিয়াকে দেওয়া স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। যা দেশের নষ্ট করে দিচ্ছে দেশের গণতান্ত্রিক পরিবেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here