শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শিক্ষামন্ত্রীর

0
56

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ

সোমবার শিলিগুড়ির বেশ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর শিক্ষামন্ত্রী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলেন।

Partha Chatterjee | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানতে চান যে পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অভাব অভিযোগ সমস্যা রয়েছে কিনা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন যে মাধ্যমিক পরীক্ষা সর্বত্র শান্তিপূর্ণভাবে হচ্ছে।

educational minister | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চায়’পে চর্চায় সায়ন্তন

দুই-একটি পরীক্ষার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে যারা এবং যেসব ছাত্রছাত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ওই ছাত্র-ছাত্রী যাতে আগামী ৩ থেকে ৪ বছর পরীক্ষা দিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।

অপর দিকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে আচার্য তথা রাজ্যপাল শোকজ করার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সব মিটে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here