শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলী থানা চিড়েকল শ্রমিক ইউনিয়নের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলো বুধবার।
ইউনিয়নে সম্পাদক চঞ্চল সাহা জানিয়েছেন যে গত বছর চিড়ে মুড়ি খই শ্রমিকদের জন্য যে বোনাস এবং মজুরি বৃদ্ধি হয়েছিল এ বছরও বোনাস ও মজুরি বৃদ্ধি হলো।১৫ শতাংশ বোনাস বৃদ্ধি হয়েছে এবং মজুরি বৃদ্ধি হয়েছে ৫ শতাংশ।
চঞ্চল সাহা আরও জানিয়েছেন যে পূর্বস্থলী থানা এলাকার মধ্যে চিড়ের কল রয়েছে ২২ টি।মুড়ি শিল্প রয়েছে দুটি ।এবং খই শিল্প রয়েছে দুটি।
মুড়ি চিড়ে ও খই শিল্পের সাথে যুক্ত রয়েছেন প্রায় আড়াই শতাধিক শ্রমিক।
তবে শ্রমিকরা জানিয়েছেন যে প্রতিবছর যেভাবে দ্রব্যাদির মূল্য বৃদ্ধি হচ্ছে এর ফলে সংসার চালানোর সমস্যার মুখে পড়তে হচ্ছে।তাই মালিকপক্ষ তাদেরকে নিয়ে আরেকটু মজুরি বৃদ্ধি করলে সংসার চালাতে সুবিধা হতো বলে জানা গিয়েছে।তবে এখানকার চিড়ে মুড়ি এবং খই ভিন রাজ্যে ও পাড়ি দেয় বলে শ্রমিকরা জানিয়েছেন।
আরও পড়ুনঃ গ্রামের দুর্গা দেবী দেশকী মাতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584