তেহাটা সদানন্দ মহাবিদ্যালয়ে শিক্ষামূলক সেমিনারের আয়োজন

0
253

শ্যামল রায়,কালনাঃ

Educational seminar at tehata sadananda college
নিজস্ব চিত্র

শনিবার কালনা ২ নম্বর ব্লকের তেহাটা সদানন্দ মহাবিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হলো।সেমিনারে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।উদ্বোধনকালে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু জানান,’বিগত বাম আমলে নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো। শিক্ষকরা রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়তেন।সরকার বদল এর সাথে সাথে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে গেছে।আজ বিদ্যালয়ের পঠন পাঠন ভালো হচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামোর যথেষ্ট উন্নতি ঘটেছে।ছাত্র ছাত্রীরা সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে।’
তিনি আরও জানান পঠন-পাঠনের উৎকর্ষতা আরো বাড়ানোর উপর জোর দিতে হবে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন তারা যেন আরো মনোযোগ সহকারে পড়াশোনা করে।শিক্ষক-শিক্ষিকারাও যেন তাদের ছাত্র-ছাত্রী গড়ার কারিগর হিসেবে সুনাম বজায় রাখতে সচেষ্ট হন বলে তিনি এ দিনকার সেমিনারে উল্লেখ করেছেন।
এদিন এডুকেশন রুরাল ইন্ডিয়া স্কোপ চ্যালেঞ্জের রাজ্যস্তরে সেমিনারটি অনুষ্ঠিত হয় এখানে।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা দপ্তর এর সদস্য এবং তেহাটা সদানন্দ মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি প্রণব রায়,তিনি জানিয়েছেন যে, ‘সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে এবং ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয় তার জন্য নানাবিধ প্রকল্প চালু করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আন্তঃ প্রাণী সম্পর্ক বিষয়ক সেমিনার

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ থেকে শুরু করে কন্যাশ্রী প্রভৃতি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে ছাত্রছাত্রীরা।তাই মহাবিদ্যালয় পর্যায়ে এই ধরনের সেমিনারের গুরুত্ব অপরিসীম।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here