নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ
ইসলাম ধর্মের মানুষদের জন্য বছরে দুটি বড় আনন্দের উৎসব হল পবিত্র ঈদ। তার মধ্যে করোনাকালীন সময়ে ঈদ-উল-ফিতর পার হয়ে গিয়েছে। আজ করোনাকালীন সময়ের মধ্যে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পালিত হল ঈদ-উল-আযহা।
ঈদ-উল-আযহা মানেই কুরবানির ঈদ। কারণ এই দিনে মানুষ তাদের প্রিয় পশুকে বা প্রাণীকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।
উদার আকাশ পত্রিকার সম্পাদক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ জানান, কোভিড বিধিনিষেধ মেনেই ২১ জুলাই ২০২১ বুধবার ঠিক সকাল সাতটায় এবং সাড়ে সাতটায় কল্যাণী স্টেডিয়ামের সামনে ঈদ উল আযাহা (বক্ রি ঈদ্)-এর নামাজ অনুষ্ঠিত হয়। দুটো জামাতে নামাজ সম্পূর্ণ হয়। কল্যাণীর সকল মুসলিম ভাইরা নির্দিষ্ট সময়ের পূর্বেই কাতারে সামিল হওয়ার জন্য আসেন এবং ঈদ-উল-আযহা তথা কুরবানি ঈদের নামাজ আদা করেন কোভিড বিধিনিষেধ মেনেই।
আরও পড়ুনঃ চায়ের দোকান খুললেন ভাইরাল ‘চা কাকু’
কল্যাণীতে ঈদের নামাজ আদা করে সবাই পরস্পরকে অন্তর থেকে ঈদ মুবারক জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584