বহরমপুরের ঈদ মিলনী হয়ে উঠলো সম্প্রীতির অনন্য নজির

0
95

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

জামা’আতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে ৭  মে বহরমপুরের সিরাজবাগ লজে ঈদ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, ”সম্প্রীতিই সংহতির ভিত্তি”  শীর্ষক এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বহরমপুর শহরের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন।

eid milani berhampore
নিজস্ব চিত্র

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক তথা জামা’আতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি নুরুদ্দিন শাহ সাহেব,  রাজ্য পরামর্শ পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাহেব, জেলা নাজিম মুহাঃ মুত্তালিব, শ্রী বিশ্বজিৎ রায় মহাশয় (মহারাজ রাধামাধব মন্দির, লালবাগ), শ্রী সমরেন্দ্র ভট্টাচার্য ( লেখক ও বিশিষ্ট বুদ্ধিজীবী)।  বিশিষ্ট অতিথি দের বক্তব্যে উঠে আসে দেশের ঐক্যের ঐতিহ্য রক্ষায় ইসলাম ও মুসলিম দের অবদানের কথা। এদিন উপস্থিত ছিলেন শ্রী নিবিড়কৃষ্ণ ঘোষ মহাশয় ( প্রধান শিক্ষক, চক ইসলামপুর হাইস্কুল), ড: কুনাল সরকার (বিশিষ্ট শিক্ষক),  শ্রী সন্দীপ ভট্টাচার্য (শিক্ষক), আলমগীর হোসেন (সাংবাদিক), মহাজ্যোতি ঘোষ (সৎসংঘের প্রতিনিধি), ডাঃ পি ব্যানার্জি সহ অনেক স্বনামধন্য ব্যাক্তিত্ব।

আরও পড়ুনঃ কান্দিতে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির থেকেই পেট্রোল ডিজেলের মুল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ প্রদর্শন

অনুষ্ঠান টি পরিচালনা করেন  নাজিম আব্দুল্লাহি কাফি। এছাড়াও পুরো অনুষ্ঠান টি সুশৃঙ্খল এবং সুন্দর ভাবে সুসম্পন্ন করতে সদা তৎপর ছিলেন ওয়াসেফ আলি সাহেব, মুহাঃ শামসুল আলম সাহেব, রফিকুল ইসলাম সাহেব, ইমাম হোসেন সাহেব, আব্দুস সামাদ সাহেব, আমিরুল বাসার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here