নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গত ৭ ফেব্রুয়ারির স্মৃতি ফিরে এলো ফের। জোশিমঠের কাছে হিমবাহ ভেঙে মৃত্যু হলো ৮জনের, উদ্ধার করা হয়েছে ৩০০র বেশি শ্রমিককে। তার মধ্যে ৬জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে আবহাওয়া ভালো ছিলনা, প্রবল বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝেই তুষারপাতও দেখা গিয়েছে।

এরপরেই শুক্রবার রাতে ভেঙে পড়ে হিমবাহটি। আশঙ্কা করা হচ্ছে আরো বাড়তে পারে মৃতের সংখ্যা। খারাপ আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রের তরফে সব রকম সাহায্য করা হচ্ছে। দ্রুত উদ্ধারকাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাতে যেকোন সাহায্য করবে সরকার।
আরও পড়ুনঃ করোনা সংক্রান্ত মামলা স্থানান্তরের বিরোধিতা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত বলেন, নিতি উপত্যকার সুমনায় হিমবাহ ভেঙে যে বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছেন। আইটিবিপির জওয়ানদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
৭ ফেব্রুয়ারি এই জোশিমঠ লাগোয়া অঞ্চলে হিমবাহ ভেঙে বড়সর বিপর্যয়ের মুখে পড়ে ওই অঞ্চল; এমনকি হড়পা বানে ভেসে গিয়েছিল চামোলি গ্রাম। ঋষিগঙ্গা ও তপোবন বিদ্যুৎ প্রকল্পও ধ্বংস হয়ে যায় ওই ধ্বসে। এক সপ্তাহ উদ্ধারকার্য চালিয়ে মোট ৭৪টি দেহ উদ্ধার করা হয়। বাকি নিখোঁজ ১৩৫ জনকেও মৃত বলে ঘোষণা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584