পুলিশের কাছে আসা তালিকায় স্পষ্ট, নিজামউদ্দিনে গিয়েছিলেন মালদার ১৮ জন

0
30

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার ১১ জন। ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে করোনা সংক্রমন দেখা দেওয়ায়,দেশ জুড়ে তদন্ত শুরু হয়।

Nizamuddin | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র-সৌজন্যঃ হিন্দুস্থান টাইমস

এমনকি কারা ওই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিল তার একটি তালিকা তৈরী করা হয়। এরপর মালদা জেলা পুলিশের কাছে একটি তালিকা আসে। সেখানে জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিজামউদ্দিনে মালদার মোট ১৮ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ১১ জন মূল অনুষ্ঠানে যোগ দিয়েছিল। ৭ জন অনুষ্ঠান চলাকালীন মাজারে চাদর দিতে গিয়েছিল। তবে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়।

আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় রায়গঞ্জে শুক্রবার বিকাল থেকে গ্রেফতার শুরু

তদন্তে পুলিশ জানতে পারে ১১ জনের মধ্যে ১০ জন বর্তমানে মহারাষ্টে কোয়ারান্টাইনে রয়েছে। তাদের মধ্যে এক জন মালদা এসেছিল। শুধু তাই নয়, মালদাতে এসেই ওই ব্যক্তি পরিবার নিয়ে ঝাড়খণ্ডে চলে যায়।

সেখানকার প্রশাসন তাকে বর্তমানে কোয়ারান্টাইনে রেখেছে। এছাড়াও বাকি ৭ জন বর্তমানে মালদায় ছিলেন। তবে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ও তাদের হাসপাতালের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

এদিকে জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে ২ জন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি পাঁচ জন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে রয়েছে। এছাড়াও মালদায় ফিরে তারা আর কাদের সঙ্গে মিশেছে সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এদিকে হাসপাতালের কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরেও তাদের বেশ কিছুদিন কোয়ারান্টাইনে রাখা হবে বলে জানান জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here