রবীন্দ্রনাথ আইনস্টাইন, আইনস্টাইন রবীন্দ্রনাথ সিউড়ি রেল স্টেশনে

0
144

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূম মানেই রাঙ্গা মাটির দেশ, রবীন্দ্রনাথের জায়গা। আর সেই রবীন্দ্রনাথের জায়গাতেই নাম বিভ্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের।

বীরভূম জেলার সদর শহর সিউড়ি,আর বহু মানুষের আনাগোনা সিউড়ি রেল স্টেশন। ২০১০ সালে এই স্টেশনের রিমডেলিং করা হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে।স্টেশন চত্বরে বিভিন্ন জায়গায় লাগানো হয় বিভিন্ন মনীষীদের ছবি। কোথাও বিভিন্ন বিজ্ঞানীদের ছবি, কোথাও বা কবি সাহিত্যিক,কোথাও মুনি ঋষিদের ছবি।আর ঠিক এ রকমই এক জায়গায় পাশাপাশি লাগানো আছে রবীন্দ্রনাথ ঠাকুর ও আইনস্টাইনের ছবি।

এই সেই কীর্তি। নিজস্ব চিত্র

কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের ছবি নিচে নামের জায়গায় লেখা আছে আইনস্টাইন, আইনস্টাইনের ছবি নিচে নামের জায়গায় লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর।কিন্তু কীভাবে ঘটল এত বড় একটা ভুল ২০১০ সাল থেকে রেল কর্তৃপক্ষের নজরে কেন এলো না এই ভুল, যখন রিমডেলিং করা হয়েছিল পুরো স্টেশন তখনি বা কেন দেখে নেয়নি রেল কর্তৃপক্ষ ? নাকি দায়সারা ভাবে কাজ করা হয়েছিল ? প্রশ্নটা হচ্ছে স্থানীয় মানুষের মনে।

অনেকে তো দেখে বিশ্বাসই করতে পারছেন না,খোদ রবীন্দ্রনাথের জায়গাতেই রবীন্দ্রনাথের নাম বিভ্রাট।স্টেশন চত্বরে আসা বিভিন্ন মানুষজন বলছে এটা কিভাবে সম্ভব।এত বড় একজন কবি যাঁর বিশ্বজোড়া নাম,তারই নাম ভুল। যদিও এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এরপর আকবর শেখ নামে এক যুবক সিউড়ি স্টেশন মাস্টার এর কাছে নাম বিভ্রাটের অভিযোগ জানায়।

আরও পড়ুনঃ পচা ডিম,কালচে সোয়াবিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেনুতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here