তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুই এলাকায় প্রার্থী মৃত্যুর জন্য বিধানসভা নির্বাচন বন্ধ হয়ে যায়। এরপর ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচন এবং জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আর নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সমস্ত রাজনৈতিক দল জোরকদমে নেমে পড়েছে প্রচারে।

আজ সামশেরগঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলামের হয়ে ভোট প্রচার করলেন মাইনোরিটি সেলের কর্মীরা। এদিন তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের এখন একটাই লক্ষ্য সামশেরগঞ্জে আমিরুল ইসলামকে এক লক্ষ ভোটের ব্যবধানে জেতানো।

আরও পড়ুনঃ সাংবাদিক বৈঠকে অধুনা ‘তৃনমূল’ বাবুল সুপ্রিয়
এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে বাড়ি বাড়ি ও দোকানে দোকানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করলেন কর্মী সমর্থকরা। এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহিদুল ইসলাম, পঞ্চায়েত সদস্য রোশনারা বিবির স্বামী জহিরুল ইসলাম এছাড়া তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584