জরুরী তলব পেয়ে দিল্লির পথে বিবেক দুবে

0
109

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আট দফার মধ্যে তৃতীয় দফা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়েছে বাংলায়। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট। কিন্তু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক কী সামলাতে পারছেন সবকিছু ‘ঠিকঠাক’ভাবে?‌ এত অভিযোগ আসছে কেন?‌ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে-কে জরুরি তলব করল নির্বাচন কমিশন।

Vivek Dubey | newsfront.co
বিবেক দুবে। ফাইল চিত্র

জানা গিয়েছে, সকাল ৬টা ৫৫ মিনিটের উড়ানে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। বাংলার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। তাছাড়াও অভিযোগ রয়েছে ছাপ্পা ভোটের। প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে সবকটি অভিযোগ খতিয়ে দেখতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

দিল্লিতে নেমে বিবেক দুবে প্রথমে যাবেন গুরুগ্রামে নিজের বাড়িতে। এরপর দিনের দ্বিতীয়ার্ধে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তৃতীয় দফার নির্বাচনে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ কলকাতার ভোটের আগে একসঙ্গে ৮ রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

সুজাতা মণ্ডল খাঁ ও পাপিয়া অধিকারীর উপর হামলার রিপোর্ট জমা পড়েছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে। এমনকী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ পাঠিয়েছে কমিশনের কাছে। নির্বাচন কমিশনের ‘নিরপেক্ষ’ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ আরামবাগে ফের আক্রান্ত তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ

উল্লেখ্য, তৃতীয় দফার নির্বাচনে একাধিক জায়গায় হিংসার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবেক দুবেকে ফোন করা হয়। দ্বিতীয় দফার ভোটের পরও কমিশন ও বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, এইসব কিছু নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও উপ নির্বাচনী কমিশনার সুদীপ জৈন বৈঠক করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে। পরবর্তী তিন দফার নির্বাচন নিয়ে আলোচনা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here