চোদ্দোশোর বেশি ভোটার হলেই পুরভোটে আলাদা বুথের নিদান কমিশনের

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

যে সমস্ত বুথে ১ হাজার ৪০০ র বেশি ভোটার থাকবে, সেখানেই করতে হবে অতিরিক্ত বুথ। ইতিমধ্যেই এ ব্যাপারে জেলা প্রশাসনকে বার্তা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন বলে সূত্রের দাবি।

election commission provide extra booth when 1400 voters cross | newsfront.co
ছবিঃ প্রতীকী

এখনও পুরভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তা সত্বেও এপ্রিলে ভোট ধরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। স্পর্শকাতর বুথের সংখ্যা নির্দিষ্ট করার পাশাপাশি ভিডিয়োগ্রাফি সহ ভোটের ব্যবস্থা করার নির্দেশ জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, জেলা প্রশাসনকে যত বেশি সম্ভব মডেল বুথ তৈরির ওপর জোর দিতে বলা হয়েছে। দোল মিটলেই সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই বৈঠক হতে পারে আগামী ১৩ মার্চ।

আরও পড়ুনঃ কোচবিহারে প্রথম মহিলা কর্মী দ্বারা পরিচালিত ডাকঘরের সূচনা

কার্যত, সেই বৈঠকেই ভোটের প্রস্তুতি পুরোদমে শুরু করে দেওয়ার কথা জানাবে কমিশন। পুরভোট ইভিএম না ব্যালটে হবে- তা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য সরকারও সম্প্রতি এ নিয়ে কিছু জানায়নি। বেশ কিছু দিন আগে পুর দফতর থেকে চিঠি দিয়ে পুরভোট ব্যালটে করার কথা জানানো হয়েছিল কমিশনে। সর্বদলীয় বৈঠকে এ বিষয়টি উঠবে বলে জানা গিয়েছে।

পুর দফতরের পর ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে পুরভোটের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here