স্ত্রী বিধানসভার প্রার্থী, সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে

0
370

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায় হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার। তাই সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কেউ কোনও অভিযোগ না করলেও সৌম্য রায়কে হাওড়া জেলার পুলিশ সুপার (গ্রামীণ) পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ।

soumya ray | newsfront.co
ফাইল চিত্র

কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই লাভলি মৈত্রর স্বামীকে পুলিশ সুপার গ্রামীণের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোনও প্রার্থীর নিকট আত্মীয় নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন না। এই যুক্তিতেই সরিয়ে দেওয়া হচ্ছে হাওড়া পুলিশ সুপার গ্রামীণ সৌম্য রায়কে।

আরও পড়ুনঃ কংগ্রেস ত্যাগ দক্ষিণ ২৪ পরগণার জেলা নেতার

একইসঙ্গে কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রথম দফায় সব বুথ স্পর্শকাতর। তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৪৯৫ কোম্পানি বাহিনী আসবে বলে ঠিক হয়েছে। প্রয়োজনে আরও বাহিনী নিয়ে আসারও উদ্যোগ নিচ্ছে কমিশন।

এর পাশাপাশি, যেসব সরকারি কর্মচারীকে পোলিং অফিসার হিসেবে বাছা হয়েছে কিন্তু এখনও প্রশিক্ষণে যাননি, তাঁদের আজ শোকজ করল কমিশন। পরবর্তী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ না নিলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here