নির্বাচন কেন্দ্র ঘিরে সরগরম কালিয়াগঞ্জ ভোট উৎসব

0
20

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার উপ-নির্বাচন আগামী ২৫ নভেম্বর। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে কালিয়াগঞ্জের ভোট উৎসব। শারদীয়া এবং দীপাবলি, ছট পুজোর পরে অকাল ভোটকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলই জোরকদমে ব্যস্ত। মূলত কালিয়াগঞ্জে ত্রিমুখী লড়াই হচ্ছে এবার।

election festival in kaliganj | newsfront.co
তিন প্রার্থীঃ ধীতশ্রী রায়, কমল সরকার, তপন দেব সিং। নিজস্ব চিত্র

সম্প্রতি কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক কংগ্রেস দলের প্রমথ নাথ রায়ের মৃত্যুর পরে এই আসনটি শূন্য হয়ে পড়ে। এর পরেই সেই পদের প্রয়োজন পড়ে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে।

সেই লক্ষ্যে দাঁড়িয়ে সম্প্রতি ভারতে নির্বাচন কমিশন ঘোষণা করে আগামী ২৫ নভেম্বর রাজ্যে যে তিনটি আসনে বিধানসভা উপ-নির্বাচন হতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ বিধানসভা।

আরও পড়ুনঃ খড়্গপুরে বাম-কংগ্রেস জোটের মনোনয়নপত্র জমা

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা কালিয়াগঞ্জের ভৌগোলিক চিত্রটি একটু অন্যরকম। এখানে তেমন ভাবে কোনও কলকারখানা গড়ে না ওঠায় এই বিধানসভার মানুষের প্রধান জীবিকা বরাবরই কৃষিকাজ।

তাই কৃষির উপর ভিত্তি করেই এখানকার বেশির ভাগ মানুষরা জীবিকা নির্বাহ করে। এখানে মূলত রাজবংশীদের বাস। তাই এই বিধানসভা আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।

গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের প্রমথ নাথ রায় জয়ী হয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসন্ত রায়কে ৪৬৬০১ ভোটে হারিয়ে।

এখানে গত বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থান দখল করে বিজেপি প্রার্থী। এবার এই আসনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রার্থী দিয়েছে তারা হলেন কংগ্রেসের পক্ষে ধীতশ্রী রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে তপন দেব সিং এবং বিজেপির পক্ষে কমল সরকার।

গত বিধানসভা নির্বাচনের পর থেকে এই বিধানসভা এলাকায় রাজনীতির সমীকরণটা আস্তে আস্তে বদলে যেতে শুরু করেছে।

গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত আসনে হারিয়ে দিয়ে বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করার পর গত লোকসভা নির্বাচনেও বিজেপি, তৃণমূল কংগ্রেসের থেকে ৫৬ হাজার ভোট বেশি পেয়েছিল।

তাই এবারের বিধানসভা নির্বাচন আবারও অগ্নিপরীক্ষা বিজেপি,তৃণমূল দুইয়ের কাছেই। অপর দিকে কংগ্রেস গতবারের জেতা আসন ধরে রাখতে পারবে কিনা সে ব্যাপারেও তারা যথেষ্ট তৎপর। তাই তারা আগে ভাগে প্রার্থীর নাম ঘোষণা করে ময়দানে নেমে পড়েছিলেন।

এ দিকে এবারের নির্বাচনে বিজেপি যেমন তাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সকলের কাছে তুলে ধরেছেন তেমনি তৃণমূলের বিভিন্ন ব্যর্থতার কথাও আলোকিত করেছেন। এ দিকে তৃণমূল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন ভোট ভিক্ষা করতে।

অন্যদিকে কংগ্রেসও বিজেপি-তৃণমূলের ব্যর্থতার পরিসরগুলি সাধারণের কাছে তুলে ধরছে। এর পাশাপাশি কংগ্রেস দল সাধারণ মানুষের কাছে তাদের প্রয়াত বিধায়কের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরছে। এ দিকে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা নির্বাচনী দফতরেরও তৎপরতা তুঙ্গে।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান, এবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ২৭০ টি বুথে ভোট নেওয়া হবে। এর মধ্যে শহরে রয়েছে ৪৩ টি বুথ এবং গ্রামে রয়েছে ২২৭ টি বুথ।

এবার এই কেন্দ্রে ২,৬৮,৪২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৯,৩০৩ জন এবং মহিলা ভোটার ১,২৯,১২৫ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here