ভোট শিক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ইলেক্ট্রোরাল লিটেরেসি ক্লাব

0
37

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Election teaching by electoral literacy club
নিজস্ব চিত্র

নতুন ভোটার ও ভবিষ্যতের ভোটারদের ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন স্কুল কলেজে তৈরী করা হয়েছে ‘ইলেক্ট্রোরাল লিটেরেসি ক্লাব’।সেই ক্লাব গুলির সদস্য ওই স্কুলেরই নতুন ভোটার বা ভবিষ্যতের ভোটার।যাদের বয়স ১৫ থেকে শুরু।

Election teaching by electoral literacy club
নিজস্ব চিত্র

এই ক্লাবের সদস্যদের ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতন করতে জেলার নির্বাচনী আধিকারিকরা ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছেন এবং স্কুল, কলেজের ১৫ বছর কিংবা তার বেশী বয়সের ছাত্র ছাত্রীদের ইভিএম ও ভিভিপ্যাট সম্বন্ধে ধারণা দিচ্ছেন।এর ফলে একদিকে যেমন নতুন ভোটারদের মন থেকে ভীতি কেটে যাচ্ছে অপর দিকে ভবিষ্যতের ভোটাররা এখন থেকেই ইভিএম ও ভিভিপ্যাট সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে জনতার দরবারে মিলি ওঁরাও

শুধু ছাত্রছাত্রীরাই নয় এই সচেতনতা শিবিরের মাধ্যমে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ইভিএম ও ভিভিপ্যাট সম্বন্ধে অবগত হতে পারছেন। ইভিএম ও ভিভিপ্যাড সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে থাকা বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব কাটাতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার ছাত্র ছাত্রী থেকে শিক্ষক মহল প্রত্যেকেই।

এই বিষয় বালুরঘাট রমেশচন্দ্র দত্ত আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মুনলিট বর্মন জানালেন আগে আমরা ভোট দেওয়ার পর ওতটা আশ্বস্ত হতে পারতাম না যে আমার ভোট সঠিক স্থানে পরেছে কি না এখন ভিভিপ্যাডের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের ভোট সঠিক স্থানে পরলো কি না। ইভিএম ও ভিভিপ্যাট সম্বন্ধে জেলা প্রশাসন থেকে যেভাবে আমাদের সচেতন করা হচ্ছে তাতে আমরা এখন পুরোপুরি আশ্বস্থ যে আমাদের ভোট সঠিক স্থানেই পরবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here