চলতি মাস থেকেই ১০-২০ শতাংশ বাড়তে চলেছে মহারাষ্ট্রের বিদ্যুৎ বিল

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মহারাষ্ট্রে চলতি মাস থেকেই বাড়তে চলেছে বিদ্যুৎ বিল। অন্তত ১০-২০ শতাংশ বাড়বে বিদ্যুৎ বিলের খরচ কারণ ১ জুন থেকে ফুয়েল অ্যাডজাস্টমেন্ট চার্জ(FAC) বাড়ানোর ছাড়পত্র দিয়েছে মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন।

প্রতীকী ছবি

আরও পড়ুনঃ রক্ষকই ভক্ষক এমন চিত্র ধরা পড়লো দানাপুর ভাগলপুর এক্সপ্রেসে

১০.৫ লক্ষ বেস্ট উপভোক্তা, ৭ লক্ষের বেশি টাটা পাওয়ার উপভোক্তা, ২৯ লক্ষ আদানি ইলেক্ট্রিসিটি উপভোক্তা, ২.৮ লক্ষ MSEDCL উপভোক্তার উপর আসতে চলেছে বিপুল পরিমাণ বাড়তি বিলের চাপ। MSEDCL কর্তৃপক্ষ জানিয়েছেন মূলত আমদানিকৃত কয়লার দামের কারণেই বাড়ছে বিলের বোঝা। সর্বনিম্ন ১০ শতাংশ ও সর্বোচ্চ ২০ শতাংশ বাড়বে বিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here