নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতির হানায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের চা বলয়ের বাসিন্দারা। শীত পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে ডুয়ার্সের হাতি হানা । প্রতিনিয়ত ডুয়ার্সের কোনো না কোনো চা বলয়ে হাতির হানার ঘটনা সামনে আসছে । জানা গেছে, গতকাল গভীর রাতে হাতির হানার ঘটনা ঘটল ডুয়ার্সের মেচপাড়া চা বাগানে।
গতকাল গভীর রাতে বক্সা জঙ্গল থেকে হাতি বেরিয়ে মেচপাড়া চা বাগানে ঢুকে পড়ে বাগানের নয় নম্বর লাইনের এতোয়া খড়িয়ার নতুন পাকা ঘরের দেওয়াল ভেঙে দেওয়ার পাশাপাশি ঘরের আসবাপত্র সব ভেঙে দেয় । হাতি যখন ঘর ভাঙছিল তখন পরিবারের সদস্যদের নিয়ে জানলা দিয়ে লাফিয়ে ঘর ছেড়ে পলায়ন করে এতোয়া এবং পালাতে গিয়ে শিশুরা আহত হয়।
ওই সময় ঘর ছেড়ে না পালালে হয়ত হাতির পদপিষ্টে তারা মারা পড়তো। এতোয়া খরিয়া জানান ঘরে থাকা চাল আটা সব খেয়ে নেয় হাতি। শুধু তাই নয় ঘরের বাসনপত্র , আসবাবপত্র সব নষ্ট করে দেয় হাতিটি। এখন এই হাড়কাঁপানো শীতে কোথায় যাবে কি করবে এই ভেবেই দিশেহারা এতোয়া খড়িয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584