হাতির হানায় মৃত ১, আহত ১

0
55

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আচমকা হাতির হানায় মৃত্যু এক যুবকের। আহত হয়েছে আরও এক যুবক। মৃতের নাম শম্ভু হেমরম। আহত যুবকের নাম বৈদ্যনাথ মান্ডি।

dead body | newsfront.co
মৃত। নিজস্ব চিত্র

জানা যায়, দিন কয়েক ধরি আনন্দপুর থানার কেনজাপারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। বৃহস্পতিবার রাতে হঠাৎই হাতির পালটি বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। এরপরই এক দাঁতালের সামনে পড়ে যায় শম্ভু হেমরম নামে ওই যুবক। হাতি পিষে দেয় তাকে।

আহত হয় বৈদ্যনাথ মান্ডিও। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যু হয় শম্ভুর। অন্যদিকে আহত বৈদ্যনাথ মান্ডি বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

injured patient | newsfront.co
আহত বৈদ্যনাথ মান্ডি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সামুদ্রিক শূকর দেখতে ভিড় আমজনতার

শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বারবার হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটলেও কেন বন দফতর উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না সেই নিয়েই প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা।

এরপর শুক্রবার সকাল নাগাদ ফসলের ক্ষয়ক্ষতি ও মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে অবরোধ করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ গত পাঁচ দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। বন দফতরকে বলে কোনও সুরাহা হয়নি। ঘর ভাঙছে, ক্ষতি করছে ফসলের। যারা বন কমিটির লোক, তারা চুপচাপ বাড়িতে বসে আছে –এমনই অভিযোগ করল গ্রামবাসী রূপচাঁদ মাহাতো।

এরপর ঘটনাস্থলে বন দফতর আধিকারিকরা এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবশেষে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যদিও গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here