নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
মঙ্গলবার গভীর রাতে ঝাড়গ্রামের বরাশুলি গ্রামে ফের হানা দিল হাতির দল। তাণ্ডব চালিয়ে ভেঙে দিল ৩টি বাড়ি। বরাশুলির পাশে সাপধরা গ্রাম পঞ্চায়েতের কুণ্ডলডিহি গ্রামেও একটি ধান গােডাউনে হানা দেয় তারা। গোডাউনের দরজা ভেঙে ২০ বস্তা ধান খেয়ে, ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিয়ে যায় তিনটি হাতি।
হাতির হানায় জেরবার ঝাড়গ্রাম ব্লকের একাধিক গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযােগ, সন্ধ্যা হলেই খাবারের সন্ধানে গ্রামে হাতির দল হানা দিচ্ছে। বাড়ির দরজা-জানালা ভাঙছে। হাতির আতঙ্কে মানুষের রাতের ঘুম চলে গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনটি হাতি প্রথমে কুণ্ডলডিহি গ্রামে এক ব্যক্তির ধানের গােডাউনে হানা দেয়। দরজা ভেঙে ধানের বস্তা তছনছ করে। গোডাউন মালিক বিষয়টি বনদফতরকে জানিয়েছেন। ধান গোডাউনে হামলা চালানাের পর পাশেই বরাশুলি গ্রামে ঢোকে তিনটি হাতি।
আরও পড়ুনঃ ডুলুং নদীর জল বাড়ায় যোগাযোগ ব্যাহত, সমস্যায় গ্রামবাসীরা
সেখানে রবীন্দ্র মাহাতো ও সুভদ্রা মাহাতো নামে দুই ব্যক্তির বাড়ির একাংশ ভেঙে দেয়। তারপর চন্দনা মাহাতো নামে এক মহিলার বাড়িও ভাঙে। চন্দনাদেবী বলেন, ‘আমি বাড়িতে একাই থাকি। হাতির আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর দেখি, হাতি দরজা ও ঘরের দেওয়াল ভাঙছে। গ্রামের লােকজন এসে হাতি তাড়ানােয় কোনও রকমে বেঁচে গিয়েছি।’ বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পুকুরিয়া বিটে তিনটি হাতি এলাকায় ঘুরছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584