হাতির হানায় ক্ষতিগ্রস্ত টোটো চালক

0
146

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সাত সকালে ফালাকাটার মাদারীরোডের দুর্গামন্দির সংলগ্ন এলাকায় হাতির তান্ডব।এদিকে ফালাকাটা একটি টোটো গাড়ি ভেঙে চুরমার করে দেয় হাতি।

Elephant damaged Toto driver
রকি চন্দ্র,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

একজন যাত্রী সহ টোটো চালক ঘটনায় আহত হন। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিসৎসা করে ছেড়ে দেওয়া হয় দুজনকেই।

Elephant damaged Toto driver
হাতির হানা।স্থানীয় সূত্রে প্রাপ্ত ছবি

এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল‍্য ছড়িয়ে পরে।আহত টোটো চালক সুদেব কুমার দাস জানান,”আমি মার্কেটে যাবো দু বস্তা আলু নিয়ে আমি ও একজন যাত্রী নিয়ে মাদারি রোড দিয়ে যাচ্ছি।

Elephant damaged Toto driver
নিজস্ব চিত্র

সেই সময় হঠাৎ করে একটি বড় দাঁতাল হাতি গলির থেকে বেরিয়ে এসে আমার টোটোর উপর হামলা চালায়।পরপর দুবার ধাক্কা দেয় হাতিটি।

Elephant damaged Toto driver
ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা।নিজস্ব চিত্র

কোনমতে এই জায়গা থেকে বেরিয়ে পালাই।এর আগে এমন কোন দিন হয়নি এই এলাকায়।রোজ যাই কিন্তু এমন ঘটনা এই প্রথম।”

Elephant damaged Toto driver
নিজস্ব চিত্র

ক্ষতিগ্রস্ত টোটো চালক বন দফতরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।

Elephant damaged Toto driver
নিজস্ব চিত্র

অপর দিকে ফালাকাটার রামকৃষ্ণ সরণীতে এলাকায় হাতি ঢুকে পড়ে ভুট্টা ক্ষেতে।

Elephant damaged Toto driver
নিজস্ব চিত্র

আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।স্থানীয় বাসিন্দা রকি চন্দ্র জানান,’আজ সকাল ৫ টা নাগাদ ২ টি হাতি মাদারি রোড হয়ে মুক্তিপাড়ায় তান্ডব চালানোর পর ঢুকেছে রামকৃষ্ণ সরণীতে একটা ভুট্টা খেতে।বনদপ্তর আছে কিছুই করতে পারেনি।আমরা সকলেই খুবই আতঙ্কে আছি।”

Elephant damaged Toto driver
আক্রান্ত টোট চালক।নিজস্ব চিত্র

ঘটনাস্থলে রয়েছে বন দফতের কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here