নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন ধরেই হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা মেদিনীপুর জেলা। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি, নষ্ট হয়েছে বহু জমির ফসল। শনিবার খাবার খেতে বেরিয়ে কুয়োতে পড়লো হাতি।
আর এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ব্লকের এক নম্বর অঞ্চল দেবগ্রাম এলাকার মধুপুর সংলগ্ন মহিষডোবাতে।
আরও পড়ুনঃ আসছে কালবৈশাখী, রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরে অভয়ার জঙ্গল থেকে ২০ – ২৫ টি হাতির একটি পাল মহিষডোবার জঙ্গলে আসে। সন্ধ্যার সময় খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে হাতির দল৷ তখনই জঙ্গল লাগোয়া একটি কুয়োতে একটি বাচ্চা হাতি পড়ে যায়।
গ্রামবাসীরা জানতে পেরে কুয়ো থেকে হাতি টিকে তোলার চেষ্টা করলেও অন্যান্য হাতি এলাকা ঘিরে রাখায় তা সম্ভব হয়নি। গ্রামবাসীরা খবর দেন বনদফতরে৷ খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে আসেন, অবশেষে বনদফতর কর্মীদের প্রচেষ্টায় ও গ্রামবাসীদের সহযোগীতায় হাতির শাবককে উদ্ধার করে পুনরায় জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584